কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চুলার আগুন থেকে অগ্নিকান্ডে পুড়ে সাদিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাদিয়া উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দ বাঁশপাতার এলাকার দিনমজুর সাদ্দাম হোসেনের কন্যা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে অষ্টমীর চর ইউনিয়নের নিহতের নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তথ্য নিশ্চিত করেন অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব সরকার।
চেয়ারম্যান ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দ বাঁশপাতার এলাকার সাদ্দাম হোসের স্ত্রী হাসি বেগম রান্না ঘরের চুলায় রাতের খাবারের রান্না উঠিয়ে দেন। এসময় ঘরে সবজি না থাকায় মেয়ে সাদিয়াকে মিষ্টি কুমড়া পাড়ার জন্য রান্না ঘরের চালে তুলে দিয়ে তিনি বাড়ির বাহিরে যান। চুলায় লাগানো খড়ি পুড়ে আগুন বাহিরে এলে রান্না ঘরের খড়ের বেড়ায় আগুন লাগে। সে আগুন মুহুর্তেই ঘরের চারিদিকে ছড়িয়ে পড়লে ঘরের চালে থাকা সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এঘটনায় দিনমজুর সাদ্দাম হোসেনের পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।