লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ মে) বেলা ১১টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে গাছের চারা পেয়ে উপজেলার মহেন্দ্রনগরের কৃষক আব্দুল আউয়াল, রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের মোবাশ্বের আলীসহ কৃষক সকল সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা জানান, ২৭ টি গ্রুপে ৩০ জন করে কৃষক ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ছয়টি চারা পাবেন।