দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকের দাবী করে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে দিল স্বামী। স্ত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামের মোঃ রুহুল আমিন (২৬) এর সাথে ৪ বছর আগে বিয়ে হয় বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর মাশান ডোবা গ্রামের মোঃ আজিবর রহমানের মেয়ে সুরমা আক্তার স্মৃতির (২২)।
বিয়ের পর থেকে তার স্বামী তাকে যৌতুকের দাবী করে মার ডাং করা সহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।
বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে বললে অপরাগতা প্রকাশ করায় গত ২২ মে রুহুল আমিন তার স্ত্রীকে মারধর করে দু’বছরের দুগ্ধ পানের শিশু সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে স্ত্রী সুরমা আক্তার স্মৃতিকে মাথার চুল কেটে বাড়ি থেকে বের করে দেয় পাষন্ড স্বামী ও শ্বশুর শাশুড়ী। নির্যাতিত সুরমা আক্তার কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমার দুই বছরের দুগ্ধ পানের শিশু কোলে ফিরে পাবার জন্য প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আকুল আবেদন করেন।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত শনিবার সুরমা আক্তার স্মৃতি বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, আসামীকে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।