দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে জুম্মা নামাযের মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে জুম্মার নামাযের পূর্বে ও শেষে নগরীর খামার মোড়ে তাবলীগ মসজিদ প্রাঙ্গণে এই মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইসাহাক মিয়া আইনুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রবিন, মনির হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য লেবেল, রিয়াজ, মাহফুজ ইসলাম, টুটুল, আলিম, রাইয়ান শফিক, মনির, ছাত্রনেতা রাকিব প্রমুখ। মাস্ক বিতরণ শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রবিন বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে।এমন্ত অবস্থায় আমরা জেলা স্বেচ্ছাসেবকলীগের জনসাধারনকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।