জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত হয়েছে । এ ঘটনা ঘটে সোমবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বাবনপুর গ্রামে ।
অভিযোগে জানা গেছে, উপজেলার বাবনপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মশফিকুর রহমান সহ ক’জনের বিরোধ চলে আসছে । এ বিরোধের জের ধরে সোমবার সকালে মশফিকুর রহমানের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আকস্কিক ভাবে রফিকুলের বাড়ীতে যেয়ে পরিবারের লোকজনের উপর হামলা করে ।
হামলায় প্রতিপক্ষের অস্ত্রাঘাতে রফিকুল ইসলাম (৫৩) ও তার স্ত্রী সফিয়া বেগম (৪৫) ও পুত্র শাফিউল (২০) গুরুতর আহত হয় । আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে রফিকুল ইসলামের পুত্র শাফিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় মামলা করেছে ।