রংপুরে তারাগঞ্জে উদ্বোধন করা হয়েছে করোনাভাইরাস প্রতিরোধক টিকাদান কর্মসূচি। রোববার (৭ফেব্রুয়ারী) সকালে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নিয়ে উপজেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শামসুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা, ব্যাংক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকগণ প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন , বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। এটি আমাদের গৌরবের বিষয়। আমি নিজে করোনা রোগী ছিলাম। আল্লাহর রহমতে ভালো হয়েছি। আজ আমি সবার সাহস জোগাতে প্রথমেই টিকা নিয়েছি। যাতে মানুষের মনে কোনো ভয়, দ্বিধা-দ্বন্দ্ব ও সংশয় কাজ না করে।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের তেমন কোনো পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তাই ভ্যাকসিনকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শামসুন্নাহার বলেন, প্রাথমিকভাবে ১৮ বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীসহ কিছু মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে না। টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের পরবর্তী ২৮ দিন অর্থাৎ চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তিনি আরও বলেন, প্রয়োজনে চিকিৎসা দিতে ২৪ ঘণ্টার জন্য মেডিকেল টিম প্রস্তুত রেখেহি।