লালমনিরহাট পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শ মুক্তিযোদ্ধাকে শনিবার( ১৬ জানুয়ারি) দুপুরে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা চত্তরে মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু জাফর ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিক, শ্রমিকলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সেমিনার ও সমাজকল্যাণ সম্পাদক এসকে সাহেদ প্রমূখ।