বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কাউনিয়া উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা বুধবার (১৩ জানুয়ারী) বালিকা বিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে গোলাম মোস্তাফা আনছারী আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব একেএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব আলহাজ্ব আমির আজম চৌধুরী বাবু, নীতিমালা বাস্তবায়ন কমিটির সম্পাদক দুলাল সরকার।
বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া উপজেলা কমিটির সাধারন সম্পাদক রবিউল ইসলাম লিটন, সহ সভাপতি হুমাউন কবীর খোকন, কোষাধ্যক্ষ ছাইদুর রহমান শামিম,সদস্য শহিদুল ইসলাম, আঃ সালাম, আনোয়ার হোসেন প্রমূখ। বার্ষিক সভায় মোঃ সারওয়ার আলম মুকুল কে সভাপতি ও মোঃ রবিউল ইসলাম লিটন কে সাধারন সম্পাদক করে কাউনিয়া উপজেলা কমিটি ঘোষনা করা হয়।