ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার(১৩ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে “ক্রিসমাস বাউন্স বেক প্রোগ্রামের” আওতায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,এছাড়াও বিশেষ অতিথি অতিরিক্ত হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম,সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ।
উলেখ্য,এ সময় পৌরসভার ৫৪৬ জন শিশুর মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অতিথিরা। এছাড়াও পৌরসভাসহ প্রকল্প এলাকায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে মোট ৩ হাজার ২শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা।