রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের মথুরাপুরে নদী ভাঙ্গন থেকে ঈদগাহ মাঠকে রক্ষার ব্যাক্তিগত উদ্যেগ গ্রহন করেছেন গ্রামবাসী । এরি অংশ হিসেবে শনিবার(৯ জানুয়ারী) মাঠ সংলগ্ন ২’শ মিটার গাইড বাধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । এ উপলক্ষে এ দিন উক্ত ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ঈদগাহ কমিটির সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড, আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মাহবুবার রহমান, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মন্ডল, গ্রামবাসী মোয়াজ্জেম হোসেন, দুলা মিয়া প্রমুখ । সভা শেষে আজিজুর রহমান রাঙ্গা এ গাইড বাধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
গ্রামবাসী জানায়, পীরগঞ্জ ও মিঠাপুকুরের ৪ গ্রামবাসীর জামাত ঈদেও নামাজ পড়ার জন্য এ মাঠটিই একমাত্র অবলম্বন কিন্তু আখিরা নদী সংলগ্ন মাঠটি ভাঙ্গনের মখে পড়েছে । তাই গ্রামবাসী মাঠটি রক্ষার জন্য এ উদ্যেগ গ্রহন করে । এ ক্ষেত্রে গ্রামবাসী সরকার সহ সকরের সহযোগীতা কামনা করেছেন ।