কাউনিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও শীতার্ত মানুষের মাঝে মঙ্গলবার(২২ ডিসেম্বর) দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে।
দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে হারাগাছ ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ হল রুমে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান দৈনিক যুগান্তর প্রতিনিধি আঃ কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক মশিয়ার রহমান, সাংবাদিক জহির রায়হান প্রম‚খ। আলোচনা শেষে দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা।