রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে চার মেয়র প্রার্থীসহ ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহাসানুল হক চৌধুরী টুটুল, বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ শাহ, ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন ও স্বতন্ত্র অধ্যাপক আজিজুল হক। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন রয়েছেন। মঙ্গলবার(০১ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন প্রার্থীরা সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী- ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এছাড়া ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য- বদরগঞ্জ পৌরসভায় মোট নয়টি ওয়ার্ড রয়েছে। পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নয় হাজার ৭২২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৬০ জন। এবার ভোটাররা ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।