রংপুরের পীরগাছায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে মঙ্গলবার(১ ডিসেম্বর) নানা কমসূচীর মাধ্যমে পালিত হয়েছে মুক্তিযোদ্ধা দিবস। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, সিরাজুল ইসলাম প্রধান, আলহাজ¦ নুরুল ইসলাম মিয়া, আলহাজ¦ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জালাল, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, সাধারন সম্পাদক রওশন আলম প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসকে রাষ্ট্রিয় স্বীকৃতির দাবি জানান এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে সকলকে এক সঙ্গে কাজ করা আহবান জানান।