আজ সোমবার সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাস্তবায়ন বিষয়ে তথ্যমূলক বক্তব্য রাখেন বক্তারা। নির্বাহী অফিসার আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান (নারী) মোছা: সাবিনা ইয়াসমিন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) মো: গোলাম সাইদেল কাওনাইন বায়োজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা বেগম, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আফান , ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মূল্য তালিকার রিসিট প্রদানের ভিত্তিতে বিভিন্ন দোকান থেকে পণ্য সামগ্রী ক্রয় করণে জনসচেনতা সৃষ্টির বিষয়ে সেমিনারে বক্তব্য উপস্থাপন করা হয়।
এছাড়াও করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে মাস্ক পরিধানবিহীন পণ্য সামগ্রী বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।