রংপুরে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিভিন্ন আন্দোলন সংগ্রামে শ্রমিক নেতা মন্টুর অবদান স্মরণ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর বেতপট্টিস্থ চাউল আমোদ রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর জাতীয় শ্রমিক লীগ।
এতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় শ্রমিক ফেডারেশন ও রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এম এ মজিদ ।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে মন্টু ভাইয়ের অবদান অনস্বীকার্য। তিনি যেমন দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তেমনি মুক্তিযুদ্ধ পরবর্তী এদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামেও সক্রিয় ছিলেন। তার বলিষ্ঠ ভূমিকার কারণে শ্রমিকরা বিভিন্ন সময়ে ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে পেরেছিল।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন বিটুল, মহানগর জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি মনজু আরা, সাধারণ সম্পাদক নাজনিন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আরা মিতু, সাংগঠনিক সম্পাদক তানজিনা বেগম, প্রচার সম্পাদক জান্নাতুন মাওয়া কাকন, দপ্তর সম্পাদক আদুরী বেগম, অর্থ সম্পাদক নাজনিন সুলতানা বেগম, শ্রমিক কল্যাণ সম্পাদক কুলসুম আক্তার কলি, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সুফিয়া বেগম লিপু, মহানগর জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি নুরুজ্জামান দিপু ও সাধারণ সম্পাদক শাহ মোঃ পারভেজ হোসেন পলাশ প্রমুখ।