দুই পাশেই চলাচলের রাস্তা বসবাসের অসংখ্য ঘরবাড়ি কিন্তু মাঝখানে সামান্য একটি সেতুর জন্য দুর্ভোগে পড়েছে ১২ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। চারদিকে যখন উন্নয়ন আর উন্নত সভ্যতার ছোঁয়া তখন এখানে যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতায় প্রতিনিয়ত বাড়ছে ভোগান্তি। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ভোগের শিকার হচ্ছে চলমান মানুষগুলো। সব থেকে বেশি দুর্ভোগে পড়েছে কোমলমতি শিশু এবং স্কুল, মাদ্রাসাগামী শিক্ষার্থী, বয়স্ক লোক, গর্ভবতী মহিলা এবং অসুস্থ্য মানুষরা।
এমনি দুর্ভোগের চিত্র দেখা যায় রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর শাইলবাড়ী মাদ্রাসা সংলগ্ন ১২ গ্রামের সাধারণ মানুষের। কিন্তু একটি সেতুর অভাবে সেখানকার মানুষের কর্মচাঞ্চল্য যেন থমকে আছে। ১৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশ দিয়ে নির্মিত সাঁকো। তাই দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় এলাকাবাসী দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান।
তারাগঞ্জ উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে দর্জিপাড়া গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চিকলী নদী। ওই নদীর শাইলবাড়ী ঘাটে সেতু না থাকায় ১২ টি গ্রামের কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ওই ঘাটের নদীর ওপর বাঁশের সাঁকোটি বেশ নড়বড়ে। চকতাহিরা গ্রামের কৃষক কাশেম আলী বলেন, ভাই, সোবায় কয় হামাক ভোট দেও হামরা পুল বানে দিমো। কিন্তুক পুল পাই নাই। আসুক এবার ভোট চাইতে, থলে ভরেই ভোট দিমো।
ভীমপুর গ্রামের বাসিন্দা খয়রাত আলি আক্ষেপ করে বলেন, হামার কষ্ট বাবা কায়ো দেখে না। বড় বড় কথা কয়া হামার ভোট নেয়, ভোট শেষ হইলে এলাকাত কায়ো আইসে না। সোবায় পুল বানে দিবার চেয়া ফাঁকি দেয়।
শাইলবাড়ী মাদ্রাসার মুফতি মকবুল হাসান বলেন, সেতুর অভাবে ১২ টি গ্রামের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এটি নির্মাণ করা হলে এ অঞ্চলের সম্পদের সুষ্ঠ ব্যবহার হবে এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।
আলমপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এই সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু আজও সেতু নির্মাণের জন্য কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান জানান, ওই স্থানে খুব দ্রুত খোঁজ নিয়ে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগকপত্র ঢাকায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে ওই নদীর উপর ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব।