রংপুরের বদরগঞ্জে নানা কর্মসুচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার(১১নভেম্বর) বিকেলে এ উপলক্ষ্যে বদরগঞ্জ মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বদরগঞ্জ মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর রহমান চৌধুরী পলিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের
সহসভাপতি শামসুল হক, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, সাংগঠণিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম পান্না, যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বাবু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মারুফুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ অধিবেশনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে সেলফোনের মাধ্যমে তিনি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা
শেষে কাটার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা