ব্যবধান
-জ্যাকলিন কাব্য
-
সময়
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
-
৩৩৩
বার পঠিত
ব্যবধান
–জ্যাকলিন কাব্য
তোমার শহর
রঙিন খুব,
আমার শহর
আঁধারে ডুব।
তোমার আকাশ
সোনালী উজ্জ্বল,
আমার আকাশ
মেঘলা টলমল।
তোমার পাখি
বেরায় ঘুরে,
আমার পাখি
খাঁচায় মরে।
তোমার চিন্তা
স্বপ্নের পিছে,
আমার চিন্তা
বাস্তব বোঝে।
তোমার কল্পনা
উচ্ছ্বাস উদ্দীপ্ত,
আমার কল্পনা
ছাপোষা মধ্যবিত্ত।
তোমার আমার
জীবন যাপন
ব্যবধান মনে হয়।
ভুল মানুষই বেছে
ভালবেসেছি নিশ্চয়।
সংবাদটি শেয়ার করুন
এই ধরনের আরও সংবাদ