নিউজ ডেস্ক :
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় রাসিক মেয়রও নতুন পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন তারা। সভায় রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগম, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।